বরিশালে ১০০ ছাদ বাগানীর মাঝে বিনামূল্যে চারা ও বীজ বিতরণ

বরিশালে ১০০ ছাদ বাগানীর মাঝে বিনামূল্যে চারা ও বীজ বিতরণ

বরিশালে ১০০জন ছাদ বাগানীর মাঝে বিনামূল্যে বিভিন্ন ধরনের গাছের চারা ও বীজ বিতরণ করেছে বাগানীদের  ফেসবুক গ্রুপ সবুজ কৃষি বরিশাল।

শুক্রবার সকাল ১০টায় নগরীর সরকারি বরিশাল কলেজের তমাল তলায় এক অনুষ্ঠানে এই চারা ও বীজ বিতরণ করা হয়।

সবুজ কৃষি বরিশাল গ্রুপ এডমিন প্রকৌশলী মোঃ বরকত হাসান এর সঞ্চালনায় গাছ ও চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেরে বাংলা মেডিকেল কলেজের নিউক্লিয়ার মেডিসিন বিভাগের প্রধান ডাঃ নাফিসা জাহান সপ্না বরিশালের প্রখ্যাত গাইনী বিশেষজ্ঞ  ডাঃ হাসিনা বিদ্যুৎ শেরে বাংলা মেডিকেল কলেজের ক্যান্সার ও রেডিওলোজি বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ মইনুল ইসলাম হাসিব সরকারি বরিশাল কলেজের বযবস্থাপনা বিভাগের প্রধান প্রফেসর লতিফা আক্তার ঝর্ণাসহ অন্যান্যরা।

এসময় চারা নিতে আসা ছাদ বাগানীরা জানান মনের প্রশান্তি ও নিজের ছাদে সবুজায়নের এরকম উদ্যোগ তাদের অনুপ্রানিত করছে এবং তারা অন্যকে আগ্রহী করছে।

উদ্যোগতা বরকত হাসান জানান গ্রুপে প্রায় ১২ হাজার সদস্য রয়েছে। সদস্যসরা চারা ও বীজ উৎপাদন করে নিজেদের এবং নতুন ছাদ বাগানীদের মধ্যে বিতরণ করেন। তিন মাস পর পর এই কার্যক্রম বেগবান করতে নিজেদের উৎপাদিত চারা ও বিজ একে অপরকে বিনিময় করেন। এই ধারাবাহিকতায় আজ ১০০জন ছাদ বাগানীর মাঝে আনার, সজনে সহ বিভিন্ন প্রজাতির দেশী বিদেশী গাছের চারা ও বীজ বিতরণ করা হয়।
চার বছর আগে এই সবুজ কৃষি বরিশালের কার্যক্রম শুরু হয়।