মুলাদী মহিলা কলেজে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মুলাদী মহিলা কলেজে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বরিশালের মুলাদী পৌর সদরে অবস্থিত মুলাদী মহিলা কলেজে ৪ মার্চ শনিবার সকাল ১১টায় কলেজ মিলনায়তনে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজের সভাপতি আলহাজ্ব আঃ জব্বার খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বকুল চন্দ্র কবিরাজ ও বিশেষ অতিথি ছিলেন মুলাদী থানার অফিসার ইনচার্জ তুষার কুমার মন্ডল। 

স্বাগত বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ ইবরাহীম। কলেজের বাংলা প্রভাষক মু. দিদার হোসেন-এর পরিচালনায় সভাপতির পক্ষে বক্তব্য রাখেন, চরকালেখান আদর্শ কলেজের অধ্যক্ষ মোঃ কবির হোসেন খান। 

আরো বক্তব্য রাখেন মুলাদী টেকনিক্যাল এন্ড বিসনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ আবদুল ছালাম খান, জাতীয় ইমাম সমিতি উপজেলার সাধারণ সম্পাদক মুফতি মাওঃ রফিকুল ইসলাম, আলহাজ্ব আব্দুর কাদের মহিলা মাদরাসার সহকারী শিক্ষক মাওঃ মোঃ নাসির উদ্দিন, মুলাদী পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর খান সোলায়মান, মুলাদী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ নজিবুর রহমান ভূঁইয়া কামাল, দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী সামিয়া সারা ও একাদশ শ্রেণীর শিক্ষার্থী হাবিবা প্রমুখ। বক্তারা বলেন, ৩৬০ জন শিক্ষার্থীদের জন্য কোন গভীর নল কুপ নেই। 

শতভাগ শিক্ষার্থী পরীক্ষায় পাশ করার পরেও কলেজটি আজও এমপিও ভুক্ত হয়নি। কলেজটি এমপিও ভুক্ত করার জন্য বক্তারা উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জোড়ালো অনুরোধ জানিয়েছে। অনুষ্ঠানে অতিথিদের মাঝে ক্রেস্ট প্রদান, নবীন শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগীত পরিবেশ করেন সাইফুল ইসলাম সাইফী ও তার দল। নৃত্য পরিবেশ করেন কলেজেরে শিক্ষার্থী আফরোজা স্বর্ণা ও সামিয়া সারা।