উজিরপুরে ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেপ্তার

উজিরপুরে ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেপ্তার

বরিশালের উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের গাজিরপাড় গ্রাম থেকে ৭ বছরের সাজা প্রাপ্ত ও ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডের ওয়ারেন্ড ভূক্ত আসামীকে গ্রেপ্তার করেছে উজিরপুর মডেল থানা । 

থানার পুলিশের  এ,এস, আই মো : আলঙ্গীর ও এ,এস,আই মো: এমদাদ গোপন সংবাদ পেয়ে ৪ মার্চ শনিবার রাত পোনে ৯ টায় গাজিরপাড় গ্রামের মো: সাত্তার খানের পুত্র মো: সাইদুল খান (৪০) কে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। 

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ তদন্ত মো: তৌহিদুজ্জামান জানান বানরীপাড়া থানার পেনাল কোডের ৩৯৪ নং  ধারা অপরাধে আদালতের রায়ের ৭ বছর ও ১০ হাজার টাকা জরিমানা  অনাদায়ে ১ মাসের সাজা প্রাপ্ত আসামীকে ২ এ,এস,আই গ্রেপ্তার করেছে