মুলাদীতে সরকারি মূল্যে কৃষকের কাছ থেকে বোরো ধান কেনা শুরু

মুলাদীতে সরকারি মূল্যে কৃষকের কাছ থেকে বোরো ধান কেনা শুরু

 

বরিশালের মুলাদীতে সরকারী মূল্যে কৃষকের কাছ থেকে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ শুরু হয়েছে। 

আজ সোমবার দুপুরে উপজেলার খাদ্যগুদাম প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভ্রা দাস আনুষ্ঠানিকভাবে বোরো ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভ্রা দাস বলেন, সরাসরি কৃষকদের কাছ থেকে বোরো ধান ক্রয় করার জন্য উপজেলার ৭ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ধান ক্রয়ের স্বচ্ছতার জন্যই লটারির মাধ্যমে কৃষক নির্বাচন করা হয়েছে বলে তিনি জানান।

মুলাদী উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আলতাফ হোসেন  বলেন, এ বছর মুলাদী উপজেলায় ১৬০ মেঃ টন বোরো ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল আহসান, উপজেলা খাদ্য পরিদর্শক সামসু উদ দোহা, মুলাদী প্রেস ক্লাবে সাধারন সম্পাদক হুমায়ন কবির প্রমূখ।