তুরাগে ডুবে গেল সিমেন্টবাহী বাল্কহেড

তুরাগে ডুবে গেল সিমেন্টবাহী বাল্কহেড

সাভারের আমিন বাজার সংলগ্ন তুরাগ নদীতে  সিমেন্টবাহী একটি বাল্কহেড নদীতে ডুবে গেছে। এতে প্রাথমিকভাবে কোনো হতাহত ও নিখোঁজের খবর পাওয়া যায়নি।

রোববার বিকেল আমিন বাজারের দ্বীপনগর পাড়ে দুইটি বাল্কহেডের ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে।

সাভার আমিন বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল সবুর জানান, রোববার বিকেলে দুই বাল্কহেডের মধ্যে সংঘর্ষের ঘটে। এতে সিমেন্টবোঝাই একটি বাল্কহেড নদীতে তলিয়ে যায়। এ ঘটনায় কোনো হতাহতের খবর এখনো পাওয়া যায়নি। আরও বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে।

উল্লেখ্য, এর আগে শনিবার (৯ অক্টোবর) সকালে বালুভর্তি একটি বাল্কহেডের ধাক্কায় এক ট্রলারডুবিতে চার শিশু ও এক নারীর মৃত্যু হয়। এ ঘটনায় আরও এক শিশু ও এক নারী নিখোঁজ রয়েছেন।