মুুলাদীতে আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী

বঙ্গবন্ধুর আদর্শে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ও শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে যুবসমাজকে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়েই প্রতিষ্ঠিত হয় এই সংগঠন।গত চার দশকের বেশি সময় ধরে দীর্ঘ লড়াই সংগ্রাম ও হাজারো নেতাকর্মীর আত্মত্যাগের মাধ্যমে যুবলীগ আজ দেশের সর্ববৃহৎ যুব সংগঠনে পরিণত হয়েছে।
বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মুলাদী উপজেলা আওয়ামী যুবলীগ এর উদ্যোগে আনন্দ র্যালী,আলোচনা সভা,দোয়া মোনাজাত ও কেক কাটা অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে।সারা দেশের ন্যায় মুলাদী উপজেলায় আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন মুলাদী উপজেলা আওয়ামী যুবলীগ।
বুধবার (১১ নভেম্বর) বেলা ১১ টায় মুলাদী উপজেলা আওয়ামী যুবলীগ আহবায়ক মাস্টার জিয়া উদ্দিন মনির ও যুগ্ন আহবায়ক আলমগীর হোসেন,শের ই আলম পালোয়ান এর নেতৃত্বে আনন্দ র্যালী, আলোচনা সভা এবং কেক কাটার মধ্যে দিয়ে দিবসটি পালন করা হয়েছে।আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগ আহবায়কমাস্টার জিয়া উদ্দিন মনির। আনন্দ র্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুলাদী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদকআলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু, মুলাদী পৌরসভা আওয়ামীলীগ সভাপতি আলমগীর হোসেন হিরন হাওলাদার,উপজেলা কৃষকলীগ সভাপতি আঃরব মুন্সী,উপজেলা আওয়ামীলীগ সাবেক সাংগঠনিক মোসলেম উদ্দিন বয়াতী,উপজেলা আওয়ামীলীগ এর সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক রাজিব হোসেন ভূইয়া রাজু,উপজেলা যুবলীগ এর সাবক সাধারন সম্পাদক এস এম কামাল পাশা,উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি আবু বক্কর,উপজেলা আওয়ামীলীগ নেতা জিয়াউল করিম মোল্লা, বরিশাল জেলা যুবলীগ নেতা মনিরুল হাসান খান টিপু, উপজেলা যুবলীগ যুগ্ন আহবায়ক শের-ই-আলম পালোয়ান,যুগ্ন আহবায়ক ও পৌরসভার কাউন্সিলার আলমগীর হোসেন,উপজেলা যুবলীগ নেতা শহিদ সরদার, মাসুদ খানসহ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মী বৃন্দ যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীর আনন্দ র্যালী, আলোচনা সভা ও কেক কাটায় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান পরিচালনা করেন মুলাদী উপজেলা ছাত্রলীগ এর সাবেক সভাপতি অহিদুজ্জামান আনোয়ার তালুকদার।