মেঘনা থেকে নিখোঁজ কোস্টগার্ড সদস্যর লাশ উদ্ধার

বরিশালের মেঘনা নদীতে নিখোঁজের দুই দিন পর কোস্ট গার্ড সদস্যর লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে হিজলা উপজেলার গঙ্গাপুরের মাইঝ্যারচর এলকা সংলগ্ন মেঘনা নদী থেকে কোস্ট গার্ড সদস্য পারভেজের লাশ উদ্ধার করা হয়। কোস্ট গার্ড বরিশাল স্টেশনের মিডিয়া কর্মকর্তা লেফ্যানেন্ট এসএম তাহসিন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ব্যাপক তল্লাশী চালানোর পর তার লাশ উদ্ধার করা সম্ভব হয়।
তিনি আরো জানান, কোস্টগার্ড নাবিক পারভেজ মঙ্গলবার ভোরে হিজলার মেমানিয়া ইউনিয়ন সংলগ্ন মেঘনা নদীতে মা ইলিশ রক্ষা অভিযানে অংশ নেন । অভিযান চলাকালে তিনি নদীতে পড়ে গিয়ে নিখোজ হন। গত দুই দিন তল্লাশী শেষে আজ তার লাশ উদ্ধার হয়েছে। এই ঘটনায় স্থানীয় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হবে। পাশাপাশি পূর্ণ সামরিক মর্যাদায় তার লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।