মেডিকেল ভর্তি পরীক্ষা ১০ মার্চ

মেডিকেল ভর্তি পরীক্ষা ১০ মার্চ

দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা হবে আগামী ১০ মার্চ। ওই দিন সকাল ১০ থেকে ১১টা পর্যন্ত চলবে পরীক্ষা।

বুধবার (৮ ফেব্রুয়ারি) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক আবুল বাশার মো. জামাল এ তথ্য জানান।

শিক্ষার্থীরা আগামী ১২ ফেব্রুয়ারি থেকে আবেদন করতে পারবেন উল্লেখ করে অধ্যাপক আবুল বাশার মো. জামাল বলেন, শুক্রবার বা শনিবারের মধ্যে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। সেখানে ভর্তির বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে। এসএসসি ও এইচএসসি মিলিয়ে জিপিএ ৯ গ্রেড পাওয়া শিক্ষার্থীরা ভর্তির আবেদন করতে পারবেন। ভর্তি প্রক্রিয়া আগের মতই থাকবে।

এবার সরকারি-বেসরকারি সব মেডিকেল কলেজে ভর্তি কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ করা হবে বলেও তিনি জানান।  

দেশে ৩৭টি সরকারি মেডিকেল কলেজে মোট চার হাজার ৩৫০টি এবং বেসরকারি ৭২টি মেডিকেল কলেজে মোট ছয় হাজার ৪৮৯টি আসন রয়েছে।