মেসি আবারো ফিরেছেন পিচিচি লড়াইয়ে

মেসি আবারো ফিরেছেন পিচিচি লড়াইয়ে

পিচিচি (লা লিগায় সর্বোচ্চ গোলদাতার পুরস্কার) জয়ের দৌড়ে ঢুকে পড়েছেন বার্সেলোনার লিওনেল মেসি।
বুধবার রাতে অ্যাথলেতিক বিলবাওর মাঠে দারুণ এক জয় পেয়েছে মেসির দল। স্বাগতিকদের ৩-২ গোলে হারিয়েছে তারা। ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ার পর মেসির নৈপুণ্যে সমতায় ফেরে কাতালানরা। পরে জোড়া গোল করেন এ আর্জেন্টাইন। তাতে আবারো ফিরেছেন পিচিচি লড়াইয়ে।

এ মৌসুমে মোট ৯টি গোল দিলেন মেসি। যা মৌসুমে এখন পর্যন্ত যৌথভাবে সর্বোচ্চ। সমান ৯টি গোল রয়েছে আরও তিন জনের। সেল্টা ভিগোর ইয়াগো আসপাস, অ্যাতলেতিকো মাদ্রিদের লুইস সুয়ারেজ ও ভিয়ারিয়ালের জেরার্দ মোরেনোও করেছেন ৯টি করে গোল। আট গোল নিয়ে তাদের পরই আছেন রিয়াল মাদ্রিদের করিম বেনজেমা।

টানা সাত বার পিচিচি পুরস্কার পাওয়া মেসি এবার মৌসুমের প্রথম ছয় ম্যাচে মাত্র একটি গোল করেন। এরপর কেবল উয়েস্কার বিপক্ষে গোল পাননি তিনি। শেষ চার ম্যাচে গোল করেছেন চারটি।
লা লিগার সর্বোচ্চ গোলদাতার পিচিচি ট্রফিটা রাখা হয়েছে বিলবাওয়ের প্রয়াত স্প্যানিশ স্ট্রাইকার রাফায়েল মরেনো পিচিচির নামে। মজার ব্যাপার হলো পিচিচি ডাকনামটির অর্থও গোলদাতা!