মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রমিজ বিরুদ্ধে দুর্নীতির তদন্ত শুরু

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এসএম রমিজ আহমেদের বিরুদ্ধে অর্থ আত্মসাতসহ বিভিন্ন দুর্নীতির তদন্ত শুরু হয়েছে।
গতকাল শনিবার সকালে স্বাস্থ্য অধিদপ্তর গঠিত তদন্ত কমিটির প্রধান পটুয়াখালীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপন সরেজমিন মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তদন্তে যান। এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের স্বাক্ষ্য গ্রহন করেন তিনি।
তবে অভিযোকারী মেহেন্দিগঞ্জ পৌরসভাপর ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মশিউর রহমান নাদিম উপস্থিত না থাকায় তার সাক্ষ্য নিতে পারেনি তদন্ত কমিটি।
গত ২৩ আগস্ট স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবর মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এসএম রমিজ আহমেদের বিরুদ্ধে অর্থ আত্মসাত সহ বিভিন্ন দুর্নীতির লিখিত অভিযোগ করেন স্থানীয় ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মশিউর রহমান নাদিম। এর প্রেক্ষিতে গত ১৮ অক্টোবর স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. শেখ মোহাম্মাদ হাসান ইমাম সাক্ষরিত এক চিঠিতে পটুয়াখালীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপনকে প্রধান করে এক সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়। তদন্ত কমিটিকে পরবর্তী ১৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়।
তবে অর্থ আত্মসাত সহ বিভিন্ন দুর্নীতিতে জড়িত থাকার কথা অস্বীকার করেন মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এসএম রমিজ আহমেদ। তদন্ত কমিটির যে কোন সুপারিশ বা ব্যবস্থা মেনে নেওয়ার কথা বলেন তিনি।
এদিকে নিরপেক্ষভাবে তদন্ত প্রতিবেদন দেয়ার কথা জানিয়েছেন তদন্ত কর্মকর্তা পটুয়াখালীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপন।