বরিশাল কলেজ ছাত্রদল নেতা টিপুকে কুপিয়ে জখম

বরিশাল কলেজ ছাত্র দলের আহবায়ক ও নিহত ছাত্রদল নেতা জিতুর ভাই রফিকুল ইসলাম টিপুকে এলোপাতাড়িভাবে কুপিয়েছে দুবৃত্তরা।
শনিবার রাত ৮ টার দিকে সরকারি বরিশাল কলেজ সংলগ্ন শ্রীনাথ চ্যাটাজি লেনের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদশীরা জানায়, টিপু একটি হোটেলে বসে ছিল। আকস্মিক ১৫/২০ জনের একটি সন্ত্রাসী দল হোটেলে ঢুকে টিপুর উপর হামলা চালায়। এলোপাতাড়িভাবে কুপিয়ে মারাত্মক জখম করে। পরে স্থানীয়রা টিপুকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।