মেহেন্দিগঞ্জে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে দুই বন্ধুর মৃত্যু

মেহেন্দিগঞ্জে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে দুই বন্ধুর মৃত্যু

মেহেন্দিগঞ্জ চরএককরিয়া ইউনিয়নের উত্তরচর গ্রামে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে অপু মৃধা (২৫) ও শাকিল মাঝি(২২) নামের দুই বন্ধুর করুনভাবে মৃত্যু হয়েছে।

সোমবার ১১ অক্টোবর রাত আনুমানিক ৮ টার সময় এই ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য শহিদুল ইসলাম প্রতিবেদককে জানান, উত্তর দাদপুর চর গ্রামের বাসিন্দা দেলোয়ার মীরার ছেলে অপু ও মাজেদ মাঝির ছেলে শাকিল রাত আনুমানিক ৮ টার সময় ব্যাট মিন্টন খেলার জন্য বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়।

স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ তামান্না খানম তাদেরকে মৃত বলে ঘোষণা করেন। এবিষয়ে এলাকায় শোকের ছায়া নেমে আসে।