৫ দফা দাবিতে ব্যাটারীচালিত রিক্সা-ভ্যান চালকদের বিক্ষোভ বরিশালে

৫ দফা দাবিতে ব্যাটারীচালিত রিক্সা-ভ্যান চালকদের বিক্ষোভ বরিশালে

বরিশালে ইলেক্ট্রনিক মোটরযান রেজিস্ট্রেশন ও চলাচল নীতিমালায় ‘ব্যাটারী চালিত রিক্সা ও ইজিবাইককে’ অন্তর্ভুক্ত করে লাইসেন্স প্রদানসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে ওই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

রিক্সা, ব্যাটারী রিক্সা-ভ্যান ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ বরিশাল জেলা শাখার ব্যানারে রিক্সা-ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি দুলাল মল্লিকের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বাসদ আহ্বায়ক ইমরান হাবিব রুমন, জেলা সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক মানিক হাওলাদার, শ্রমিক নেতা মনির হাওলাদার, রুবেল হাওলাদার ও শহীদ মিয়া প্রমুখ।

বক্তারা ইলেক্ট্রনিক মোটরযান রেজিস্ট্রেশন ও চলাচল নীতিমালায় ‘ব্যাটারী চালিত রিক্সা ও ইজিবাইককে’ অন্তর্ভুক্ত করে লাইসেন্স প্রদানসহ ৫ দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল সহকারে একই দাবিতে জেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মকারকলিপি দেন রিক্সা, ব্যাটারী রিক্সা-ভ্যান ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের নেতারা।