মেহেন্দিগঞ্জে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে শ্বশুর-জামাতার মৃত্যু

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার গজারিয়া নদীতে বজ্রপাতে শ্বশুর-জামাতা নিহত হয়েছেন। রবিবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলো- ওই উপজেলার চরলতা গ্রামের শহীদ বিশ্বাস এবং তার জামাতা রাসেল ব্যাপারী।
মেহেন্দীগঞ্জ থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, চরলতা গ্রামের শহীদ বিশ্বাস এবং তার জামাতা রাসেল ব্যাপারীসহ অন্য জেলেরা রবিবার রাতে গজারিয়া নদীতে মাছ শিকার করছিল। রাত ৩টার দিকে বজ্রপাতে শ্বশুর ও জামাত নিহত হয়। খবর পেয়ে নৌ-পুলিশ নিহতদের লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান ওসি।