মঠবাড়িয়ায় স্বাধীনতা দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও ইফতার

মঠবাড়িয়ায় স্বাধীনতা দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও ইফতার

২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে পিরোজপুরের মঠবাড়িয়ায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও তাঁদের সম্মানে ইফতার পার্টির আয়োজন করেছে উপজেলা প্রশাসন। 

দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি শেষে সকাল ১১ টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়।

এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহকারী কমিশণার (ভূমি) সৈকত রায়হান, বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক খান মজনু, বীর মুক্তিযোদ্ধা বাচ্চু আকন, বীর মুক্তিযোদ্ধা এমাদুল হক খান, বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান, মঠবাড়িয়া থানার ওসি মোঃ কামরুজ্জামান তালুকদার। সন্ধ্যায় বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে ইফতার পার্টির আয়োজন করা হয়।