মেহেন্দিগঞ্জে শ্রমিকলীগের কার্যালয় ভাঙচুর, আহত-৬

মেহেন্দিগঞ্জে শ্রমিকলীগের কার্যালয় ভাঙচুর, আহত-৬

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া বাজারে শ্রমিকলীগের কার্যালয়ে হামলা, ভাঙচুরের ঘটনা ঘটেছে। হামলাকারীরা কার্যালয়ে থাকা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুর করেছে। হামলায় শ্রমিকলীগ নেতাসহ ৬ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গত শুক্রবার সন্ধ্যায় মেহেন্দিগঞ্জ উপজেলার উলানীয়া বাজারে শ্রমিকলীগ কার্যালয়ে ওই হামলা-ভাঙচুরের ঘটনা ঘটে।

হামলায় আহতরা হলেন, উলানিয়া ইউনিয়ন শ্রমিকলীগের সাধারণ সম্পাদক গণি বয়াতী (৪১), পলাশ দে (৩২), তাছলিমা বেগম (২৮), শিপন হাওলাদার (২২), মিজান বয়াতী (৩০) ও আনোয়ার মাঝি (৩৯)।

উলানিয়া ইউনিয়ন শ্রমিকলীগের সাধারণ সম্পাদক গণি বয়াতী জানান,  শুক্রবার সন্ধ্যায় বেল্লাল মোল্লা, মিজান মোল্লা, নোমান মোল্লা ও পাভেল মোল্লার নেতৃত্বে ৩৫/৪০ জনের সন্ত্রাসী গ্রুপ শ্রমিকলীগের কার্যালয়ে অতর্কিত হামলা চালায়। এসময় কার্যালয়ে থাকা আসবাবপত্র ভাঙচুর করে মালামাল লুট করে নিয়ে যায়। তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুর করে। তাদের হামলায় শ্রমিকলীগের ৫ নেতাকর্মী আহত হলে তাদের চিৎকার শুনে শ্রমিকলীগ নেতা গণি বয়াতীর স্ত্রী তাছলিমা বেগম এগিয়ে আসলে সন্ত্রাসীরা তাছলিমা বেগমকেও মারধর করে।

এবিষয়ে মেহেন্দিগঞ্জ থানার ইন্সপেক্টর মমিন উদ্দিন জানান, হামলার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। হামলাকারীদের বিরুদ্ধে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।