মেহেরপুর বিএমএ সভাপতির করোনায় মৃত্যু

মেহেরপুর বিএমএ সভাপতির করোনায় মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মেহেরপুর জেলা শাখার সভাপতি ডা. রমেশ চন্দ্র নাথ (৮১)। বুধবার ভোরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ডা. রমেশ চন্দ্র নাথ জেলা বিএমএ সভাপতি ছাড়াও জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতির দায়িত্ব পালন করছিলেন।  

রমেশ ক্লিনিকের ম্যানেজার শহিদুল ইসলাম জানান, রমেশ ক্লিনিকের মালিক ডা. রমেশ চন্দ্র নাথ গত ৩০ সেপ্টেম্বর করোনায় আক্রান্ত হন। চিকিৎসার জন্য তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তাকে আইসিইউতে রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে তার মৃত্যু হয়েছে।


ভোরের আলো/ভিঅ/১৪/২০২০