বরিশালে করোনাকালে ঘোষিত প্রনোদনার দাবিতে নার্সদের বিক্ষোভ

বরিশালে করোনাকালে ঘোষিত প্রনোদনার দাবিতে নার্সদের বিক্ষোভ


করোনাকালে ঘোষিত প্রনোদনা পাবার দাবিতে বরিশালে বিক্ষোভ করেছে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের নার্সরা।

এ সময় করোনাকালীন প্রনোদনা পাবার স্বপক্ষে নানা শ্লোগান দেন তারা। পরে তারা হাসপাতালের পরিচালকের কাছে দাবি-দাওয়া পেশ করেন এবং অবিলম্বে দাবি পুরণের আহ্বান জানান।  

মঙ্গলবার বেলা ১১টার দিকে হাসপাতালের পরিচালক কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন তারা।

এ সময় নার্সেস নেতা সেলিনা আক্তার জানান, করোনাকালে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় ৭০০ নার্স করোনা ওয়ার্ডে দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালন করতে গিয়ে ৪২৬ জন নার্স করোনায় আক্রান্ত হন। যাদের মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে।

এ সময় এ বিষয়ে সরকারী সিদ্ধান্ত অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন পরিচালক  ডা. এইচএম সাইফুল ইসলাম। সেই আশ^াসর পূরণের জন্য নার্সরা দাবি করেছে।