মেয়র নির্বাচিত হলে- বিধ্বস্ত বরিশালকে এক তিলোত্তমা নতুন বরিশাল উপহার দেবো

মেয়র নির্বাচিত হলে-  বিধ্বস্ত বরিশালকে এক তিলোত্তমা নতুন বরিশাল উপহার দেবো

 

আসন্ন বরিশাল সিটি করপোরেশন নির্বাচন নিয়ে বরিশালের রাজনৈতিক মাঠ গরম। বঙ্গবন্ধুর ভাগ্নে আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত) মনোনয়ন পাওয়ার পরে। বর্তমান মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর বিপক্ষে অবস্থান নেওয়া নয় জন কাউন্সিলর বরিশালের রাজনিতীতে আবার সরগরম হয়ে উঠেছে। এতে বরিশাল নগরীতে কয়েক দিন ধরে চলছে মিছিল পাল্টা মিছিল। তবে সকল জল্পনা-কল্পনা পেরিয়ে বরিশালে বর্ণাঢ্য আয়োজনে কেন্দ্রীয় নেতাকর্মীদের উপস্থিতিতে বরণ করে নেওয়া হয়েছে নৌকা প্রতীকের মনোনীত মেয়র প্রার্থী আবুল খায়ের সবুজকে।

খোকন সেরনিয়াবাত কেন্দ্রীয় নেতৃবৃন্দদের নিয়ে বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকালে ঢাকা থেকে বরিশাল বিমানবন্দরে পৌঁছালে তাকে ফুল দিয়ে বরণ করেন নেতাকর্মীরা। পরে বরিশাল নগরীর মধ্যে থেকে বিশাল গাড়িবহর নিয়ে দুপুর ১ টার দিকে সদর রোড সোহেল চত্বরে দলীয় কার্যালয়ের সামনে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের সংবর্ধনার অনুষ্ঠানে যোগদেন।

এ সময় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত) বলেন, ‘এই বরিশাল শেরে বাংলা একে ফজলুল হকের বরিশাল, অশ্বিনী কুমার, জীবনানন্দ দাশের বরিশাল,  এই বরিশাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের বরিশাল,  আপনারা জানেন- আসন্ন সিটি কপোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমার উপর গভীর আস্থা রেখে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন। ১৯৭৫ সালের ১৫ই আগস্টে খুনিরা যখন আমাদের পরিবারের উপর হত্যাযজ্ঞ চালায়, তখন আমি গুলিবিদ্ধ অবস্থায় রক্তাক্ত হয়ে পড়েছিলাম। আমার বেঁচে থাকা এক আশ্চর্য ঘটনা। আমার বাবাও বরিশালের উন্নয়নের জন্য কাজ করে গেছেন। আমি সেই পিতা আব্দুর রব সেরনিয়াবাতের সন্তান হিসেবে আপনাদের সেবা করতে চাই। আপনাদের সমর্থন পেয়ে আমি মেয়র নির্বাচিত হলে- মুখ থুবড়ে পড়া বিধ্বস্ত বরিশালকে এক তিলোত্তমা নতুন বরিশাল উপহার দেবো। 

তিনি আরো বলেন, ‘আমি আপনাদের বেদনার কথা জানি।  তবে কথা দিতে পারি, এই বরিশাল নগরকে আধুনিক নগরে পরিণত ও নতুন শান্তিময় বরিশালে পরিণত করব। আমার উপর আস্থা রাখুন। আমি বেঁচে থাকতে কোন অন্যায় অপরাধ, অনিয়ম হতে দেব না। আপনারা দোয়া  করবেন। তবে বক্তব্য শেষ নির্বাচনের স্লোগান তুলে ধরেন সাংবাদিকদের তিনি বলেন, ‘এবার স্লোগান হবে ‘নতুন বরিশাল, জয় শেখ হাসিনা।’

এছাড়াও সকলে ঐক্যবদ্ধভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রার্থী, নৌকার প্রার্থীকে জয়যুক্ত করতে সকল নেতাকর্মীদের প্রতি আহবান জানান আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক।

বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন নাসিম, সাংগঠনিক সম্পাদক আফজালুল করীম, পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল অব. জাহিদ ফারুক শামীম (এমপি), বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মাদ ইউনুস, বরিশাল সদর আসনের সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু প্রমুখ।