মেয়েদের ওয়ানডেতে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান শারমিন

মেয়েদের ওয়ানডেতে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান শারমিন

মেয়েদের ওয়ানডে ক্রিকেটে অবশেষে সেঞ্চুরির দেখা পেল বাংলাদেশ। মঙ্গলবার জিম্বাবুয়ের হারারেতে বিশ্বকাপ বাছাইয়ে যুক্তরাষ্ট্রের নারী ক্রিকেট দলের বিরুদ্ধে ইতিহাস গড়লেন শারমিন আখতার সুপ্তা।

বাংলাদেশের নারী ক্রিকেট দলের হয়ে ওয়ানডেতে প্রথম সেঞ্চুরিটি এলো তার ব্যাটে চড়ে। ওপেনার শারমিনের সেঞ্চুরির সুবাদে রান পাহাড়ে চড়েছে টাইগ্রেসরা।

নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ৩২২ রান করেছে বাংলাদেশ। শারমিনের ১৪১ বলে ১৩০ রানের ইনিংসটি সাজানো ছিল ১১ চারে। ২৫ বছর বয়সী এই ডানহাতি ব্যাটারের আগের সর্বোচ্চ স্কোরটি ছিল ৭৪। ২০১৭ সালে কক্সবাজারে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই ইনিংস খেলেছিলেন তিনি।

বাংলাদেশ নারী ক্রিকেট দলের হয়ে আগের সর্বোচ্চ ইনিংসের রেকর্ডটি যুগ্মভাবে দখলে ছিল সালমা খাতুন ও রুমানা আহমেদের। ভারতের বিপক্ষে ২০১৩ সালে আহমেদাবাদে ৭৫* রানের ইনিংস খেলেন সালমা। পরের ম্যাচে একই ভেন্যুতে ভারতের মেয়েদের বিপক্ষে সমান রান করেন রুমানাও।

বিশ্বকাপ বাছাইপর্ব দারুণভাবে শুরু করেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে সালমা-রুমানারা হারায় পাকিস্তানকে