ময়মনসিংহে ট্রাক চাপায় ৩ জন নিহত

ময়মনসিংহের গৌরীপুরে ট্রাক চাপায় সিএনজি চালিত অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও ২ জন। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতলে পাঠানো হয়েছে।
রোববার রাত ৯টার দিকে ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কের গৌরীপুরের বেলতলী নামক স্থানে নেত্রকোনাগামী সিএনজিটিকে একটি বালু বোঝাই ট্রাক চাপা দিলে এই হতাহতের ঘটনা ঘটে।
গৌরীপুর থানার ওসি মো: বোরহান উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, ময়মনসিংহ থেকে একটি সিএনজি চালিত অটোরিকশা নেত্রকোনার দিক যাচ্ছিল। ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের গৌরীপুরের বেলতলী এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পাশ কাটিয়ে সামনের দিকে যেতে চাইলে দ্রুত গতির একটি বালু বোঝাই ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। নিহত তিনজনই পুরুষ।
গৌরীপুর থানার ওসি জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করেছে। এছাড়া আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতলে পাঠানো হয়েছে। এই ঘটনায় ট্রাকটি পালিয়ে গেছে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতদের পরিচয় পাওয়া যায়নি।