যশোর হকার্স মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড

যশোর হকার্স মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১৬টি পোশাকের দোকান মালপত্রসহ পুড়ে গেছে। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যায়নি।
বুধবার রাত সাড়ে ১১টার দিকে ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে যশোর ও বাঘারপাড়ার পাঁচটি ইউনিট গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
জেলা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কামাল হোসেন বলেন, মার্কেটের পেছন দিক থেকে বৈদ্যুতিক শর্টসার্কিট অথবা অন্য কোনো কারণে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে দেখা হচ্ছে।