বরিশাল নগরীতে প্রসাধনীর গোডাউনে অগ্নিকাণ্ড

বরিশাল নগরীতে প্রসাধনীর গোডাউনে অগ্নিকাণ্ড

বরিশাল নগরীর একটি প্রসাধনীর গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে মালামালের ক্ষতি হলেও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

সোমবার (১৪ মার্চ) রাত পৌনে ১২টার দিকে নগরীর ক্যাপ্টেন নাজিম উদ্দিন ক্লিনিক্যাল গলির মধ্যে একটি ভবনের দ্বিতীয় তলায় গোডাউনে এ ঘটনা ঘটে।

সরেজমিনে দেখা যায়, প্রসাধনীর গোডাউনে চেয়ার, কম্পিউটার সামগ্রী, বিভিন্ন ধরনের পন্যের কৌটা,কাগজপত্রের স্তুপ আগুনে পুড়ে গেছে।

এদিকে ফায়ার সার্ভিসের কর্মীদের সদর রোড থেকে রাখাল বাবুর পুকুরে পানির সংযোগ দিয়ে আগুন নেভাতে দেখা যায়। 

পাশের ফ্লাটের বাসিন্দা আদব দাস বলেন, প্রথমে আগুনের ধোঁয়ার গন্ধ পেয়ে তারপর বেলকনিতে এসে দেখি উপরে অনেক ধোঁয়া  উড়ছে। এতো পরিমাণে আগুনের ধোঁয়া বের হচ্ছে, কিন্তু কারো কোনো সাড়া শব্দ নেই। পরে দ্রুত ফায়ার সার্ভিসকে ফোন করি। তারা প্রায় ৩০ মিনিট ধরে চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

তবে এ বিষয়ে গোডাউনের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করলে তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের অপারেশন-অফিসার আব্দুল মান্নান জানান, তাদের দুটি ইউনিট দীর্ঘ ৩০ মিনিট ধরে কাজ করে আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে  হতাহতের ঘটনা ঘটেনি।