যুক্তরাষ্ট্রে বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতি’র দোয়া মাহফিল

যুক্তরাষ্ট্রে বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতি’র দোয়া মাহফিল

যুক্তরাষ্ট্রে বসবাসরত বরিশাল বিভাগবাসীর সার্বিক কল্যাণের পাশাপাশি ‘প্রবাসী বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতি’র উদ্যোগে করোনা  মহামারি থেকে মানবতার মুক্তির জন্যে সৃষ্টিকর্তার দয়া প্রার্থনা করে বিশেষ দোয়া মাহফিল হলো। 

বৃহস্পতিবার নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে পালকি পার্টি সেন্টারের এই মাহফিল পরিচালনা করেন খ্যাতনামা ইসলামি চিন্তাবিদ মোহাম্মদ শহীদুল্লাহ। 

এর আগে করোনায় আক্রান্ত হয়ে এই সমিতির প্রধান উপদেষ্টা রফিকুল ইসলাম সোবহান এবং উপদেষ্টা জামান আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও তাদের স্মৃতিচারণ পর্বে সভাপতিত্ব করেন সংগঠনের প্রেসিডেন্ট মোহাম্মদ শাহ আলম। 
সেক্রেটারি রুহুল আমিন নাসিরের সার্বিক তত্ত্বাবধানে আলোচনা পর্বটি সঞ্চালনা করেন যৌথভাবে মো. মামুন-অর রশীদ এবং মিজানুর রহমান সুমন। 

আলোচনা করেন এ কে আজাদ তালুকদার, মোশারফ হোসেন সবুজ, মো. নূর আলম, মইনুদ্দিন আহমেদ বাচ্চু, শাহজামান, আক্তার রহমান মামুন, মো. লিয়াকত খান, ইলিয়াস হাবিব, রফিকুল ইসলাম জিয়া, রেজবুল কবীর, বাংলাদেশ ইয়েলো সোসাইটির সাবেক সভাপতি এম এ আওয়াল, সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান প্রমুখ। 

ইফতার-গ্রহণের মাধ্যমে সমাপ্ত এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী-পেশার প্রবাসীরা স্বাস্থ্যবিধি মেনে অংশগ্রহণ করেন।