যুবলীগ নেতাকে কুপিয়ে জখম

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ফাজিলহাটী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. শামছুল আলমকে কুপিয়ে আহত করেছে দুষ্কৃতিকারীরা।
শনিবার (১২ ডিসেম্বর) দেলদুয়ার থানার উপ-পরিদর্শক (এসআই) মনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
শুক্রবার (১১ ডিসেম্বর) সন্ধ্যার দিকে ওই ইউনিয়নের বেতবাড়ী গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যায় কৃষক লীগের ইউনিয়ন সম্মেলন শেষে বাড়ি ফিরছিলেন শামছুল আলম। বেতবাড়ী গ্রামে মোতালেব মিয়ার বাড়ির সামনে পৌঁছালে ওই গ্রামের সাগর মিয়ার ছেলে মনির হোসেনের নেতৃত্বে ৭-৮ জন যুবক তার ওপর হামলা চালান। সে সময় তারা যুবলীগ নেতা শামছুলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে চলে যান। পরে স্থানীয় ভ্যানচালক কোমেদ ও ধলা মিয়া তাকে উদ্ধার করে দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় যুবলীগ নেতা শামছুলের স্ত্রী হালিমা বেগম বাদী হয়ে মনিরসহ ৭-৮ জনকে আসামি করে দেলদুয়ার থানায় মামলা দায়ের করেছেন।
এসআই মনোয়ার হোসেন জানান, যুবলীগ নেতার ওপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তার বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে।
ভোরের আলো/ভিঅ/১২/১২/২০২০