রতন কাহারকে গানের রয়্যালটি দিলেন বাদশা

রতন কাহারকে গানের রয়্যালটি দিলেন বাদশা

বড়লোকের বিটি লো’ গানের লেখক হিসাবে পরিচিত রতন কাহারের পাশে দাঁড়িয়েছেন র‍্যাপার বাদশা। রতন কাহারের জন্য পাঠিয়েছেন ৫ লক্ষ টাকা। সেই টাকার প্রাপ্তি স্বীকার করেছেন রতন কাহার ও তার ছেলে। এবার রতন কাহারকে গানের রয়্যালটি দিতে চান বলেও জানালেন বাদশা।

সম্প্রতি, ‘মুম্বাই মিরর’-কে দেওয়া সাক্ষাৎকারে বাদশা বলেন, ‘আমি যদি গান চুরি করতাম, তাহলে এত দিনে হয়ত আমার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হতো। রতন বাবুর গানটি এর আগেও ব্যবহার করা হয়েছে। এমনটি বাংলা ছবিতেও গানটি ব্যবহার করা হয়েছে। কোনওক্ষেত্রেই রতন বাবুকে কৃতিত্ব দেওয়া হয়নি। আর এটা খুবই দুঃখজনক। কারণ, রয়্যালটি একজন শিল্পীর আয়ের একমাত্র উৎস। আমি ওনার সঙ্গে এই গানের জন্য ওনাকে রয়্যালটি দিতে চাই।’

লকডাউন উঠলে রতন কাহারের সঙ্গে দেখা করার ও গান করার প্রতিশ্রুতি দিয়েছেন বাদশা, পাঠিয়েছেন ৫ লক্ষ টাকা। গত ৩ এপ্রিল রতন কাহারের সঙ্গে ভিডিও কলে কথা বলেছিলেন বাদশা। রতন কাহারের সঙ্গে ভিডিও কলে কথা বলার ৩দিনের মধ্যেই তার অ্যাকাউন্টে বাদশার পক্ষ থেকে ৫ লক্ষ টাকা পাঠিয়ে দেওয়া হয়।