রমেকে ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘট

হাসপাতালের রোগীর ছাড়পত্র প্রদানকে কেন্দ্র করে চতুর্থ শ্রেণির এক কর্মচারীর সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের বাকবিতণ্ডা হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা ধর্মঘট শুরু করেছেন।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) রাত থেকে অনির্দষ্টকালের ধর্মঘট শুরু হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ রোগীরা।
জানা গেছে, বৃহস্পতিবার বেলা ২টার দিকে এক রোগীর ছাড়পত্রে স্বাক্ষর নিতে হাসপাতালের কার্ডিওলজি বিভাগের ৩৬নং ওয়ার্ডের কর্মচারী (ওয়ার্ডবয়) শহিদুল ইসলাম সহকারী রেজিস্ট্রার ডা. হাবিবের কাছে যান। এ সময় ডা. হাবিব ব্যস্ত থাকায় তিনি শহিদুলকে ইন্টার্ন চিকিৎসকের কাছে যেতে বলেন। তিনি ওই ওয়ার্ডের ইন্টার্ন চিকিসৎকের কাছে গেলে তিনিও ব্যস্ততার কথা জানালে উভয়ের মাঝে কথা কাটাকাটি হয়।
এ ঘটনাকে কেন্দ্র করে কার্ডিওলজি বিভাগের ৩৬নং ওয়ার্ডের ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি শুরু করেন। পরে অন্য ওয়ার্ডের ইন্টার্ন চিকিৎসকরাও এ কর্মসূচিতে যোগ দেন।
ইন্টার্ন চিকিৎসক অ্যাসোসিয়েশেনর সভাপতি সানাউল হুদা রিয়াদ বলেন, ইন্টার্ন চিকিৎসকদের নিরাপত্তা প্রদানসহ বিভিন্ন দাবিতে ধর্মঘট শুরু হয়েছে। বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসা হবে। দাবি আদায় না হলে ধর্মঘট অব্যাহত থাকবে।
হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. রোস্তম আলী বলেন, ইন্টার্ন চিকিৎসকরা আলোচনা না করেই ধর্মঘট শুরু করেছেন। তাদেরকে সঙ্গে আলোচনায় বসে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
ভোরের আলো/ভিঅ/২৫/১২/২০২০