রাজশাহী থেকে সব রুটের বাস চলাচল শুরু

রাজশাহীতে অঘোষিত বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টা থেকে আবারও রাজশাহী থেকে ঢাকাসহ বিভিন্ন দূরপাল্লা রুটের বাস চলাচল শুরু হয়েছে। একইসঙ্গে আন্তঃজেলা রুটের বাস চলাচলও শুরু হয়েছে।
এর আগে অঘোষিত বাস ধর্মঘটের দ্বিতীয় দিনে কার্যত সড়ক পথে অচল হয়ে পড়ে বিভাগীয় শহর রাজশাহী। এতে যাত্রীদের মধ্যে অসহনীয় দুর্ভোগ নেমে আসে।
সোমবার (১ মার্চ) সকাল থেকে আকস্মিক পরিবহন ধর্মঘট শুরু হয়। তা মঙ্গলবার গড়ায় দ্বিতীয় দিনে।