মহিলা পরিষদের উদ্যোগে ভাষাসৈনিক রাণী ভট্টাচার্যের স্মরণ সভা

মহিলা পরিষদের উদ্যোগে ভাষাসৈনিক রাণী ভট্টাচার্যের স্মরণ সভা

বাংলাদেশ মহিলা পরিষদ বরিশাল জেলা শাখার সাবেক সভাপতি ভাষা সৈনিক রাণী ভট্রাচার্যের ১২ তম মৃত্যু বর্ষিকী উপলক্ষ্যে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।স্মরণ সভার শুরুতেই মোমবাতি প্রজ্জলনের মাধ্যমে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। 

মঙ্গলবার বিকাল ৫টায় বিপ্লবী হিরণলাল ভট্টাচার্য্য স্মৃতি পাঠাগারে ওই স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
স্মরণ সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদ পরিষদ বরিশাল জেলা শাখার সভাপতি রাবেয়া খাতুন।

আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা শাখার সাধারণ সম্পাদক পুষ্প চক্রবর্তী, প্রশিক্ষণ গবেষণা ও পাঠাগার সম্পাদক মলিনা মন্ডল, প্রচার ও প্রকাশনা সম্পাদক জেসমিন আক্তার, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক টুনু রানী কর্মকার, রাণী ভট্টাচার্যের নাতনি বানীশ্রী চক্রবর্তী, সদস্য শিউলী সাহা, হোসনে আরা।

বক্তারা বলেন, রাণী ভট্টাচার্য মৃত্যুর পূর্ব পর্যন্ত বরিশাল জেলা শাখার সভাপতি ছিলেন। আশির দশকে বাংলাদেশ মহিলা পরিষদের নিজস্ব কোন বসা স্থান ছিল না। তখনকার সভানেত্রী রানী ভট্টাচার্য্য এবং তার স্বামী হিরণ লাল ভট্টাচার্য্যরে দান করা জায়গায় বাংলাদেশ মহিলা পরিষদের স্থায়ী কার্যালয় হয়েছে। মহিলা পরিষদের সদস্য কর্মী সংগঠক এবং শুভানুধ্যায়ীদের কাছ থেকে অনুদান সংগ্রহ করে এই কার্যালয় গড়ে তোলা হয়েছে।