রাজাপুরে কৃষি শুমারি উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

রাজাপুরে কৃষি শুমারি উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
“কৃষি শুমারি সফল করি, সমৃদ্ধ বাংলাদেশ গড়ি” এই শ্লোগানকে সামনে রেখে ঝালকাঠির রাজাপুরে কৃষি শুমারি ২০১৯ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ৯ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান ব্যুরোর আয়োজনে র‌্যালী বের করে উপজেলা পরিষদ চত্বরে এসে র‌্যালীটি শেষ করে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা পরিসংখ্যান ব্যুরোর এসআই ও উপজেলা শুমারি সমন্ময়কারী দেবব্রত মিত্র’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোহাগ হাওলাদার। মধ্য ফুলহার মুক্তিযোদ্ধা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কৃষি শুমারি সুপারভাইজার জাকির হোসেন মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কৃষি অফিসার পলাশ হালদার, গৌরঙ্গ লাল সাহা ও হাফিজুর রহমান শাহিন। অনুষ্ঠানে কৃষি শুমারি ২০১৯ এর উপজেলার গণনাকারী ও সুপারভাইজারগন উপস্থিত ছিলেন। উল্লেখ্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর অধিনে কৃষি (শস্য, মৎস ও প্রাণিসম্পদ) শুমারি ২০১৮ প্রকল্পের আওতায় কৃষি শুমারি ২০১৯ ইং ৯ জুন হতে ২০ জুন পর্যন্ত সারাদেশে এ কৃষি শুমারি চলবে।