রাজাপুরে ঈদ পূর্ণমিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

রাজাপুরে ঈদ পূর্ণমিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
“আমরা যুবক জাতীর মূল সমাজে ফোঁটাবো গোলাপ ফুল” এই শ্লোগানকে কেন্দ্র করে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঝালকাঠির রাজাপুরে স্থানীয় যুব সমাজের উদ্দ্যোগে ঈদ পূণর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ জুন) দিন ব্যাপী এ অনুষ্ঠান উপজেলার কেওতা ঘিগড়া ফাজিল মাদ্রাসার মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ করে মাদ্রাসার হলরুমে এক আলোচনা সভা ও মধ্যহ্ন ভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় কৃতি সন্তান কৃষিবিদ ড. নুরুল হুদা আল মামুন, রাজাপুর থানা অফিসার ইনচার্জ মোঃ জাহিদ হোসেন, সাংবাদিক সাইদুল ইসলাম, সমাজ সেবক ও ব্যবসায়ী একেএম শহিদুল ইসলাম, ইউপি সদস্য মনির হোসেন, শিক্ষক আব্দুল কাদের ও হাবিবুর রহমান, ব্যাংকার রিয়াজুল ইসলাম, এ্যাড আনোয়ার হোসেন, ফরিদুল ইসলাম, গোলাম মোস্তফা ও শফিকুল ইসলাম সহ বামনকাঠি, ঘিগড়া, আউখিরা, কেওতা, কানুনিয়া ও সাকরাইল গ্রামের প্রায় ২ শতাদিক যুবকরা এ অনুষ্ঠানে অংশগ্রহন করেন।