রাধা গোবিন্দ নিবাসে পূজা পরিষদের সভাপতি পিন্টু সম্পাদক রিপন

বরিশালে শ্রী শ্রী রাধা গোবিন্দ নিবাস পূজা উদযাপন পরিষদ এর ‘শারদীয় দুর্গোৎসব কমিটি-১৪২৯’-এর ৭১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিতে সভাপতি হিসেবে পিন্টু দাস এবং সাধারণ সম্পাদক রিপন মজুমদার নির্বাচিত হয়েছেন।
গত শুক্রবার (৫ আগস্ট) বেলা ১২ টায় নগরীর স্ব-রোড রাধাগোবিন্দ নিবাস মন্দিরে এক সাধারণ সভায় বিগত কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটি গঠন করা হয়।
মন্দিরের সকল সদস্য সাধারণ সভায় বক্তব্য ও মতামত দেন এবং সকল সদস্যদের সম্মতিতে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেন।
নতুন কমিটির মধ্যে যারা রয়েছেন—
সভাপতি— পিন্টু দাস
সহ-সভাপতি— তন্ময় কুমার নাথ, রনি দাস, মনমথ বেপারী (রাজ), পার্থ সারথি সিনহা
সাধারণ সম্পাদক— রিপন মজুমদার, সহ-সম্পাদক অমিতাভ গোস্বামী, সঞ্জিব বণিক, দীপ্ত সাহা
সাংগঠনিক সম্পাদক— মিঠুন গোস্বামী, সহ-সাংগঠনিক সম্পাদক— ভাষ্কর মালাকার, তনু মিত্র, অশোক রায়, গোপাল মন্ডল
কোষাধ্যক্ষ— মনি সাহা, সহ-কোষাধ্যক্ষ— কৌশিক বেপারী
দপ্তর সম্পাদক— রাহুল দাস, সহ-দপ্তর সম্পাদক— অলোক সেন, জয় শীল, সুবধত রায়
প্রচার সম্পাদক— রাহুল দত্ত, সহ-প্রচার সম্পাদক— আকাশ দাস, জয়মালী, অরণ্য দেবনাথ
সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক— কমল ঘোষ, সহ-সাংস্কৃতিক সম্পাদক অন্তর রায়, গৌতম চন্দ্র শীল, মান্না মালাকার
অনুষ্ঠান বিয়ক সম্পাদক— মো. জুবায়ের সাহেদ
মহিলা সম্পাদিকা— শ্রী মতি ইতি, রানী সাহা
সহ-মহিলা সম্পাদিকা— শ্রী মতি শুক্লা রানী দত্ত
দপ্তর সম্পাদক— সীপ্ত সাহা
সমাজ কল্যাণ সম্পাদক— প্রকাশ নন্দী
সহ-সমাজ কল্যাণ সম্পাদক— মিন্টু দাস, প্রদীপ কর্মকার, আবির দত্ত, তমাল দত্ত
তথ্য-প্রযুক্তি সম্পাদক— সুকান্ত হালদার অপি
সহ-তথ্য-প্রযুক্তি সম্পাদক— প্রিতম রায়, আবির সাহা, বাধন হালদার
মঞ্চ ও সাজ-সজ্জা সম্পাদক— হৃদয় দাস
সহ-মঞ্চ ও সাজ-সজ্জা সম্পাদক— রবিন ঘোষ, সাগর সাহা, রকি, সৌরভ মালী, দীপ কর্মকার
আইন-শৃঙ্খলা সম্পাদক— শুভ ঘোষ
সহ-আইন-শৃঙ্খলা সম্পাদক— তাপস কুমার , সুজন রায়, রাজিব দাস
অভ্যার্থনা ও আপায়ন সম্পাদক— দে রতন শীল, সৌরভ রায়, সাগর শীল, অংকুর দত্ত, অতনু হালদার, রোহিত শীল, নীলা হাজরা, কৃষাণ দত্ত সহ মোট ৭১ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়।
শ্রী শ্রী রাধাগোবিন্দ নিবাস মন্দির এর সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র দে নাড়ুর উপস্তিতিতে এ কমিটি ঘোষণা করা হয়।