রামেকে কমেছে করোনায় মৃত্যু

রামেকে কমেছে করোনায় মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত দিনের তুলনায় কমেছে মৃতের সংখ্য। শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে ৪ রোগীর মৃত্যু হয়েছে।

রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, মৃত চারজনের মধ্যে একজনের করোনা পজিটিভ ছিলো। আর তিনিজন মারা গেছেন উপসর্গ নিয়ে।

করোনা পজিটিভে মারা যাওয়া ব্যক্তির বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। আর উপসর্গে মারা যাওয়া তিনজনের বাড়ি রাজশাহীতে।

শনিবার সকাল পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে মোট ২৮৯ জন রোগী ভর্তি আছেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২৫ জন।