রাশিয়া-ইউক্রেন যুদ্ধ : খারকিভ থেকে রাশিয়াকে হটানোর দাবি ইউক্রেনের

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ : খারকিভ থেকে রাশিয়াকে হটানোর দাবি ইউক্রেনের

রাশিয়ার সেনাদের ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ থেকে হটিয়ে দেওয়ার দাবি করেছে  । স্থানীয় গভর্নর ওলেহ সিনেগুভ এক টেলিগ্রাম বার্তায় এ ঘোষণা দেন বলে রয়টার্স জানায়। 

ওই বার্তায় বলা হয়, খারকিভের পূর্ণ নিয়ন্ত্রণ এখন আমাদের। সশস্ত্র বাহিনী, পুলিশ, প্রতিরক্ষা বাহিনী এখন কাজ করছে এবং হর পুরোপুরি শত্রুমুক্ত হয়েছে।

ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর দেশটির চারটি শহর দখল করেছে রাশিয়া। এর মধ্যে আজ রোববার তিনটি শহর দখল করেন রুশ সৈন্যরা।

বৃহস্পতিবার প্রেসিডেন্ট পুতিনের নির্দেশে জল, স্থল ও আকাশপথে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেন রুশ সৈন্যরা। অভিযান শুরুর তৃতীয় দিন গতকাল ইউক্রেনের দক্ষিণের জাপোরিঝঝায় অঞ্চলের মেলিটপোল শহর দখল করে নেন রুশ সৈন্যরা। বাকি তিনটি শহর হলো নোভা কাখোভকা, খেরশন ও বারদিয়ানস্ক।

রবিবার খারকিভে প্রবেশ করে রাশান সৈন্যরা। তারা সেখানকার গ্যাস সরবরাহ লাইনে বিস্ফোরণ ঘটায়। 

খারকিভের বিভিন্ন অংশে রাশিয়ান ট্যাংক ও যুদ্ধ যান দেখা যায়। এ সময় গোলার শব্দও শোনা যায়। ইউক্রেন সরকার কয়েকটি ভিডিওতে জ্বলন্ত রাশিয়ান যুদ্ধযানের তথ্য জানায়।