রাশিয়ায় ইউক্রেনের হামলায় ৬৩ সেনা নিহত
নববর্ষের প্রথম প্রহরে ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের দখলকৃত অংশে একটি অস্থায়ী ঘাঁটিতে হামলায় রাশিয়ার ৬৩ সেনা নিহত হয়েছে।
সোমবার এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে যে, ইউক্রেনের সেনাবাহিনী যুক্তরাষ্ট্রের সরবরাহ করা ৬টি হিমার্স রকেট ছুড়েছে। এর মধ্যে দুটি ক্ষেপণাস্ত্র রাশিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী ভূপাতিত করেছে। বাকি চারটি পূর্বাঞ্চলীয় শহর মাকিভকার একটি ভবনে আঘাত হেনেছে। খবর আলজাজিরার।
এর আগে ইউক্রেন দোনেৎস্ক অঞ্চলে মাকিভকা নগরীতে ওই হামলায় প্রায় ৪০০ রুশ সেনা নিহতের দাবি করেছিল।
ইউক্রেনের সেনাবাহিনী দাবি করেছিল, হামলায় অন্তত ৩০০ জন আহত এবং আনুমানিক ৪০০ জন নিহত হয়েছে। তবে রাশিয়া এই দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছিল।
অনলাইনে প্রকাশিত ছবিতে দেখা যায় যে রাশিয়ান নিয়ন্ত্রিত মাকিভকাতে একটি ভবন ধোঁয়াটে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ভবনটি একটি ভোকেশনাল কলেজ বলে ধারণা করা হচ্ছে।