রাশিয়ায় হচ্ছে না চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

ইউক্রেনে রুশ সেনা অভিযানের পাল্টা ব্যবস্থা হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের ভেন্যু রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ থেকে ফ্রান্সের প্যারিসে স্থান্তারের সিদ্ধান্ত নিয়েছে, উয়েফা।
ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, ২৮ মে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল সেন্ট পিটার্সবার্গে হচ্ছে না, ইউরোপের ক্লাব ফুটবলের সবচেয়ে বড় এই আসরের ফাইনাল নির্ধারিত সময়ে ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত হবে।
শুক্রবার এক বিবৃতিতে উয়েফা জানিয়েছে, ‘ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে ধন্যবাদ, সংকটের সময় তিনি এমন বড় আসরের ফাইনাল আয়োজনে উয়েফার পাশে দাঁড়িয়েছেন। মানবিক এমন ভোগান্তির সময় উয়েফার সব দেশ ও খেলোয়াড়রা ইউক্রেনের পাশে আছে।’
সূত্র: ওয়াশিংটন পোস্ট
পিআর/বিপি