রিকশাচালক সেজে ৩ সংঘবদ্ধ ধর্ষককে গ্রেফতার করল পুলিশ

রিকশাচালক সেজে ৩ সংঘবদ্ধ ধর্ষককে গ্রেফতার করল পুলিশ

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ফেসবুক পরিচয়ে প্রেমিকার সঙ্গে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে।

গ্রেফতারকৃতরা হলেন- মাসুম (২৬), ইসরাফিল (২৮) এবং অপর একজন, যার পরিচয় এখনও জানা যায়নি।

মাসুমের সাথে কিশোরীর পরিচয় দুই থেকে তিন মাস পূর্বে ফেসবুকে। সেখানে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘদিন ধরে তারা ফেসবুক, ম্যাসেঞ্জার এবং ফোনে যোগাযোগ করছিল।

বুধবার, কিশোরীকে মাসুম তার কাজলারপাড়ের বাসায় ডেকে নিয়ে যায়। সেখানে গিয়ে তাকে আটক রেখে মাসুম ও তার দুই বন্ধু মিলে পালাক্রমে ধর্ষণ করে। ধর্ষণের সময় তারা কিশোরীর আপত্তিকর ভিডিও ধারণ করে। পরে সেই ভিডিও দেখিয়ে তার কাছে টাকা দাবি করে।

টাকা না দিলে, ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় তারা। পরে কিশোরী বাধ্য হয়ে বিকাশের মাধ্যমে ২০ হাজার টাকা এনে তাদের হাত থেকে মুক্ত হয়।

ছাড় দেওয়ার পরেও কিশোরীকে হুমকি দেওয়া হয় যে, যখনই তারা ডাকবে, তখন তাকে আবারও টাকা নিয়ে আসতে হবে, নইলে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়া হবে।

শুক্রবার বিকালে ধর্ষকদের ফোনের মাধ্যমে ভিডিও মুছে দেওয়ার জন্য যোগাযোগ করে কিশোরী। এ বিষয়ে যাত্রাবাড়ী থানার পুলিশকে অবগত করলে, তদন্ত কর্মকর্তা মোহশীন হোসাইনের নেতৃত্বে একটি অভিযান পরিচালিত হয়।

এসআই ফখরুল, এসআই সাইদুল, এসআই মহিবুল্যাহ এবং এএসআই পলাশসহ একটি ফোর্স অভিযানে অংশ নেয়। রিকশাচালক ও দরিদ্র সেজে তারা তিন ধর্ষককে গ্রেফতার করে।

যাত্রাবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহশীন বলেন, "ধর্ষণ ও অপরাধমূলক কাজে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। অভিযানে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।"

ডেমরা জোনের ওসি সবুজ আহমেদ, গ্রেফতারকৃতদের বিষয়ে কথা বলতে অস্বীকৃতি জানান এবং জানান, "আমরা আমাদের কাজ করতে দেবেন।"

এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।