মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ, আহত অর্ধশত

মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ, আহত অর্ধশত

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। গুরুতর আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া, কয়েকজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

শুক্রবার রাত ও শনিবার সকালে উপজেলার ফুলসুতি ইউনিয়নের সলিথা গ্রামে মিরাকান্দা গ্রামের লোকজন দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান। এই সংঘর্ষে উভয় পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ভাঙচুর-লুটপাটের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সলিথা মাদ্রাসায় শুক্রবার রাতে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় পূর্বশত্রুতা এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মিরাকান্দা ও সলিথা গ্রামের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। রাতেই দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। শনিবার ভোরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তারা আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে।

স্থানীয়দের অভিযোগ, সংঘর্ষে বেশ কয়েকটি দোকান এবং বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) আসাদুজ্জামান শাকিল বলেন, "পূর্ব শত্রুতার জেরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যায়। এখন এলাকা শান্ত রয়েছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।"

ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনী এলাকাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।