প্রকাশ্য দিবালোকে কুপিয়ে রিফাত শরীফকে হত্যা মামলায় এজাহার ভুক্ত ৪ নম্বর আসামী চন্দন, ৯ নম্বর আসামী হাসান ও সিসি টিভির ফুটেজ দেখে নাজমুল হাসান নামের তিন জনকে গ্রেফতার করছে পুলিশ।
বৃহষ্পতিবার (২৭ জুন) সন্ধ্যায় বরগুনা পুলিশ সুপার (এসপি) মারুফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হোসেন জানান, গ্রেফতার ব্যতীত অন্যকোনো আসামীর নাম তদন্তের স্বার্থে এখনই বলতে পারছি না। তবে মামলায় এজাহার ভুক্ত তিনজনকে গ্রেফতার করতে পেরেছি। বাকিদেরও দ্রুত গ্রেফতার করতে পারবো বলে জানান তিনি।