বরগুনার আলোচিত রিফাত শরীফের খুনীদের আশ্রয় ও প্রশ্রয়দাতাসহ সকল অপরাধীর বিষয়ে গণশুনানী এবং বিচার বিভাগীয় তদন্ত, হত্যাকান্ডের সাথে সরাসরিভাবে জড়িতদের দ্রুত ফাঁসির রায় কার্যকর, নিহতের পরিবারকে ক্ষতিপূরণসহ পাঁচদফা দাবিতে মঙ্গলবার বেলা এগারোটায় জেলার উজিরপুরে নাগরিক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার সচেতন নাগরিক সমাজের আয়োজনে বরিশাল-বানারীপাড়া সড়কের গুঠিয়া বন্দরে নাগরিক মানববন্ধনে তিনটি বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীসহ এলাকার সর্বস্তরের সাধারণ জনগন অংশগ্রহণ করেন।
ঘন্টাব্যাপী নাগরিক মানববন্ধন চলাকালীন সময় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে গুঠিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডাঃ মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শিক্ষক শফিকুর রহমান, রেজাউল করিম, সমাজসেবক খালিদ হোসেন খান, গুঠিয়া বন্দর ব্যবসায়ী কমিটির সভাপতি নিজাম সরদার, আওয়ামী লীগ নেতা মিন্টু সরদার, মহসিন মন্টু প্রমুখ। বক্তারা রিফাতের পরিবারকে ক্ষতিপূরনসহ ও হত্যাকান্ডের সাথে জড়িতদের অনতিবিলম্বে ফাঁসির দাবি করেন।