র্যাংকিংয়ে উল্লম্ফন বাংলাদেশের

এএইচএফ কাপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। ফাইনালে আরেক ফেভারিট ওমানকে টাইব্রেকারে ৫-৩ গোলে হারিয়ে চতুর্থবারের মতো শিরোপা ধরে রেখেছে গোপিনাথন কৃষ্ণমূর্তির দল। এমন সাফল্যের পর রাসেল মাহমুদ জিমি-সারোয়ার হোসেনদের বিশ্ব হকি র্যাংকিংয়ে বেশ উন্নতি হয়েছে।
এই টুর্নামেন্টে খেলার আগে বাংলাদেশের র্যাংঙ্কিং ছিল ৩৮তম স্থানে। শিরোপা জেতার পর ৭ ধাপ এগিয়ে লাল-সবুজ দলের অবস্থান এখন ৩১তম স্থানে। তবে আন্তর্জাতিক ম্যাচ নিয়মিত না খেললে আবারও র্যাংকিং কমে যাওয়ার শঙ্কা আছে।
এদিকে বাংলাদেশের কাছে দুবার হেরেও ওমানের র্যাংঙ্কিংয়ে পরিবর্তন আসেনি। মধ্যপ্রাচ্যের দেশটি আছে আগের ২৬তম স্থানে।
বিশ্ব হকির র্যাংকিংয়ে অস্ট্রেলিয়া শীর্ষে। এরপরই যথাক্রমে বেলজিয়াম, নেদারল্যান্ডস, ভারত, জার্মানি ও আর্জেন্টিনা।