র্যাব এর অভিযানে জেএমবির ৩ সদস্য গ্রেপ্তার

জেএমবির ০৩ সদস্য গ্রেপ্তার করেছে র্যাব-৮।
মঙ্গলবার (২৬ জানুয়রি) গোয়েন্দা নজরদারীর মাধ্যমে র্যাব বরিশাল অঞ্চলে কয়েকজন জঙ্গীর অবস্থান সম্পর্কে তথ্য পেয়ে তাঁদের গ্রেপ্তারের তথ্য সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যেমে জানিয়েছে র্যাব-৮।
র্যাব-৮ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি এর সক্রিয় সদস্য মোঃ শাহীন আলম(২৮), পিতা-মোঃ আলী মিয়া, মনির হোসেন(৩৮), পিতাআব্দুর রউফ গাজী, এবং সৈয়দ নাভিদ ইকবাল(২২), পিতা-সৈয়দ আছিফ ইকবাল বিভিন্ন স্থানথেকে পৃথক ভাবে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাহারা অত্র মামলার ঘটনার সাথে জড়িত থাকার সংশ্লিষ্টতা সহ উপরোক্ত নাম-ঠিকানা প্রকাশ করেন। গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে র্যাব কতৃপক্ষ।
আটককৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে বলে, জেএমবি’র দাওয়াতি কার্যক্রমে সম্পৃক্ত বলে স্বীকার করে এবং দাওয়াতি কাজ পরিচালনার জন্য ঢাকা, মাদারীপুর, বরিশাল সহ দেশের বিভিন্ন জেলায় গোপন মিটিং, লিফলেট বিতরণ, অনলাইনে বিভিন্ন প্লাটফরমে জঙ্গি তৎপরতা চালনার মাধ্যমে সদস্য সংগ্রহ করত বলেও প্রাথমিকভাবে স্বীকার করেন। তাহারা বেশ কিছু বছর ধরে জেএমবি কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট। তাহারা সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা ও চাঁদা সংগ্রহ করত বলে প্রাথমিকভাবে স্বীকার করেন। এছাড়া বিভিন্ন সময় পূর্বে গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদেও ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে উগ্রপন্থী কাজের সাথে সংশ্লিষ্টতা পাওয়া যায়।
গ্রেফতারকৃত আসামীদ্বয়কে যথাযথ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে এবং তাদের অন্যান্য সহযোগীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য র্যাব-৮ তৎপর রয়েছে।