র্যাব-৮ এর অভিযানে অটোচালক হত্যা মামলার আসামী গ্রেপ্তার

দুপুরের ভাত খাওয়া শেষে ইজিবাইক (ব্যটারি চালিত অটো) চালাতে গিয়ে আর ফিরতে পারেনি নাসির উদ্দিন। এক দিন পরে তার মরদেহ উদ্দার করা হয় কেয়া বন থেকে। এই চাঞ্চল্যকর অটোচালক হত্যা মামলার আসামীকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে র্যাব-৮।
বৃহস্পতিবার (৩ মার্চ) দুপুর ১টার দিকে ঘটনার সাথে জড়িত হত্যকারী আসামী মো. শাকির হোসেন (৩৮), পিতা: মো. মাহবুবুর রহমানকে কাঠালিয়ার বটতলা বাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি বৃহস্পতিবার বিকেলে র্যাব-৮ এর সদরদপ্তরে এক সংবাদসম্মেলনে উপ-পরিচালক মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান।
তিনি সংবাদ সম্মেলনে বলেন, গত (২৮ ফেব্রয়ারি) ঝলকাঠি জেলার কাঠালিয়ায় নাসির উদ্দিন (৩৩), পিতা: মৃত আ. মজিদ, দুপুরের খাবার খেয়ে নিজের চার্জার চালিত ইজিবাইক নিয়ে কাজের জন্য বাহির হয়। পরে রাত ১২টার দিকে তার স্ত্রী নাসিরকে ফোন করলে তার ফোন বন্ধ পায়। পরে (০১ মার্চ) অটোচালক মোস্ত নাসির উদ্দীনের হাতবাধা মরদেহ বাশবুনিয়া গ্রামের বিষখালী নদীর তীরের কেয়া বন পাওয়া যায়।
তিনি বলেন, এ ঘটনায় বৃহস্পতিবার (৩ মার্চ) কাঠালিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের হয়। এরই ধারাবাহিকতায় র্যাব-৮ বরিশাল এর আভিযানিক দল মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং এডি মোঃ রবিউল ইসলাম এর নেতৃত্বে আসামীদের গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরো বলেন, আসামীদের কাছ থেকে আলামত হিসেবে পিরোজপুরে চরআাইল সর্দার বাড়ীর সামনে হতে ইজিবাইক এবং বরগুনার পাথরঘাটা জয়নগর গ্রামের পুকুর থেকে একটি মোবাইল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীকে ঝালকাঠি জেলার কাঠালিয়া থানায় হস্তান্তর করা হয়।