লকডাউনে ৭০ বরযাত্রী নিয়ে বিয়ে সরকারি কর্মকর্তার

লকডাউনে ৭০ বরযাত্রী নিয়ে বিয়ে সরকারি কর্মকর্তার

করোনাভাইরাস মোকাবিলায় নারায়ণগঞ্জকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে লকডাউন ঘোষণার রাতে বিয়ে করে সমালোচনার মুখে পড়েছেন শাহীন কবির নামে এক সরকারি কর্মকর্তা। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত শাহিন কবিরকে বাড়িতে না পেয়ে তার ছোট ভাইকে ১০ হাজার টাকা জরিমানা করেছে।
 

বিয়ের ওই ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে সোনারগাঁ পৌরসভার গোচাইট গ্রামে। ওই রাতেই পুরো নারায়ণগঞ্জ জেলাকে লকডাউন ঘোষণা করা হয়।

এদিকে এই বিয়ে নিয়ে স্থানীদের মধ্যে রীতিমতো হইচই এর পাশাপাশি চলছে তীব্র সমালোচনা।

শাহীন কবির পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের গোচাইট গ্রামের পিয়ার হোসেনের ছেলে ও পৌরসভার পরিবার পরিকল্পনা পরিদর্শক। তিনি বিয়ে করেন একই উপজেলার সনমান্দি গ্রামের জামাল উদ্দিনের মেয়ে নাদিয়া আক্তারকে।

স্থানীয়রা জানান, সরকারি ওই কর্মকর্তার বিয়েতে বরযাত্রায় অংশ নেন প্রায় ৭০ জনের মতো নারী-পুরুষ। করোনাভাইরাসের মহামারির মধ্যে এ বিয়ের ঘটনায় এলাকাবাসীর দ্বারা অপমান অপদস্থও হন সরকারি ওই কর্মকর্তা। এ সময় তিনি বরযাত্রী ও সদ্য বিয়ে করা স্ত্রীকে রেখে পালিয়ে যান।

করোনাভাইরাসের এমন পরিস্থিতিতে একজন সরকারি কর্মকর্তা ঘটা করে বিয়ে করার ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। খবর পেয়ে বুধবার (৮ এপ্রিল) বিকেলের দিকে উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) সাইদুল ইসলাম পুলিশসহ উপস্থিত হন সদ্য বিয়ে করা সরকারি কর্মকর্তা শাহীন কবিরের বাড়িতে।

তবে ইউএনওর উপস্থিতি টের পেয়ে বাসর রাতে বর শাহিন কবির বাড়ি থেকে পালিয়ে যান। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ইউএনও সরকারি ওই কর্মকর্তার ছোট ভাই সোহেল মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা করেন।