দীর্ঘ ৩৬ ঘন্টা পর ঢাকাগামী সুন্দরবন ১০ লঞ্চ থেকে বরিশালের গজারিয়া নদীতে পরে যাওয়া হেনারা বেগম (৫৫) এর মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান।
এর আগে শনিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে বরিশাল থেকে ঢাকাগামী সুন্দরবন ১০ লঞ্চের এর পিছন থেকে হেনারা বেগম (৫০) নামে এক নারী কাজিরহাটের নলবুনিয়া এলাকা সংলগ্ন গজারিয়া নদীতে পরে যায়। খবর পাওয়ার পর থেকে নৌ পুলিশ, ফায়ার সার্ভিসসহ আশপাশের বেশ কয়েকটি থানা পুলিশ উদ্ধার অভিযানে নামে।
নিখোঁজ হেনারা বেগম ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আমুয়া এলাকার মন্টু হাওলাদারের স্ত্রী।