লালমোহন ও তজুমদ্দিনে মডেল মসজিদ প্রধানমন্ত্রীর উদ্বোধন

লালমোহন ও তজুমদ্দিনে মডেল মসজিদ প্রধানমন্ত্রীর উদ্বোধন

সারা দেশের ন্যায় ভোলার লালমোহন ও তজুমদ্দিন উপজেলায় দুটি মডেল মসজিদ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

সোমবার ১৬ জানুয়ারী সকালে ভার্চুয়ালি গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিতীয় পর্যায়ে ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেন।

লালমোহনে মডেল মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।

এসময় আরও উপস্থিত ছিলেন ভোলার জেলা প্রশাসক মো. তৌফিক ই-লাহী চৌধুরী, পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম,  লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুল ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার প্রমুখ।