উজিরপুরে অবৈধ কারেন্ট জাল উদ্ধার,১জনকে এক বছরের সাজা

বরিশালের উজিরপুর উপজেলার পৌরসভার ৬ নং ওয়ার্ডের সিকদারপাড়া অভিযান চালিয়ে ৩০০ মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার ও একজনকে গ্রেফতার করে ১ বছরের সাজা দিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিয়া তানজিন ।
গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিয়া তানজিন,মৎস্য কর্মকর্তা মো: সাইদুজ্জামান ও থানা পুলিশের এসআই নজরুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স নিয়ে মাগরিব নামাজ বাদ সিকদারপাড়ার আলমগীর শিকদারের বাড়িতে অভিযান চালিয়ে জাল উদ্ধার আলমগীর শিকদারের পুত্র আব্দুর রহিম সিকদার (৪০) কে গ্রেফতার করে কর্মকর্তার কার্যালয় নিয়ে এসে এক বছরের বিনাশ্রম সাজা প্রদান করে।
৩০০ মিটার কারেন জাল আগুন দিয়ে পুড়ে ফেলে।