লালমোহন পৌরসভার ২৩ রাস্তার নামফলক উন্মোচন করে এমপি শাওন

বুধবার সকালে লালমোহনের বিখ্যাত ব্যক্তিদের নামে পৌরসভার ২৩ টি রাস্তার নামকরণ ফলক উন্মোচন করেন ভোলা ৩ আসনের এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।
এ সময় এমপি শাওন বলেন লালমোহনের বিখ্যাত এবং গুনিজন ব্যক্তিরা যাতে হারিয়ে না যায় এবং আমরা যাতে তাদেরকে সবসময় স্মরণে রাখতে পারি সেজন্যই এ রাস্তাগুলোর নামকরণ করা হয়েছে।
এমপি শাওন আরও বলেন লালমোহন পৌরসভার রাস্তাঘাট, ড্রেন, কালভার্টসহ অনেক উন্নয়ন কাজ হয়েছে। পরবর্তীতে যেসকল নতুন নতুন প্রকল্প আসছে সেগুলোর মাধ্যমে লালমোহন পৌরসভাকে আরও আধুনিকায়ন করা হবে।
এরপর তিনি লালমোহন পৌরভবনে পৌরসভার মেয়র, কাউন্সিলর ও কর্মকর্তা কর্মচারীদের সাথে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস, প্রাকৃতিক সকল দূর্যোগে সততা ও নিষ্ঠার সাথে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সকল প্রকার নির্দেশনা মেনে জনগনের কল্যানে কাজ করার পরামর্শ প্রদান করেন।
নাম ফলক উন্মোচন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লালমোহন পৌরসভার মেয়র আলহাজ্ব এমদাদুল ইসলাম তুহিন, পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাদল এবং সকল কাউন্সিলরবৃন্দ।