শবে মেরাজের ইবাদত বাসায় করার অনুরোধ

শবে মেরাজের ইবাদত বাসায় করার অনুরোধ

মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের সংক্রামণ রোধে শবে মেরাজের নফল ইবাদত বাসায় করার অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ (ইফা)।

রবিবার ইফার পরিচালক আনিসুর রহমান সরকার এক বিজ্ঞপ্তিতে বলেন, আজ পবিত্র শবে মেরাজে বাদ মাগরিব ইমাম শুধু মোনাজাত করবেন। সারা রাতের ইবাদত আমরা সবাইকে বাসায় করার আহ্বান জানাচ্ছি।

প্রতি বছর শবে মেরাজ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ‘লাইলাতুল মেরাজের গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। কিন্তু করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এবার ওয়াজ মাহফিল বা আনুষ্ঠানিক কোনো কর্মসূচি থাকছে না।

সর্বশেষ তথ্য অনুসারে, বিশ্বজুড়ে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৮ হাজার ৬০৯ জন। এর মধ্যে মারা গেছেন ১৩ হাজার ৬৯ জন। চিকিৎসার মাধ্যেমে সুস্থ হয়ে উঠেছেন ৯৫ হাজার ৮২৯ জন কোভিড-১৯ রোগী। চিকিৎসাধীন ১ লাখ ৯৯ হাজার ৭১১ জন। এদের মধ্যে অন্তত ৯ হাজার ৯৪৩ জনের অবস্থা সঙ্কটাপন্ন।