শাবিপ্রবি শিক্ষার্থীদের আন্দোলনে বরিশাল জেলা ও মহানগর ছাত্রদলের সংহতি

শাবিপ্রবি শিক্ষার্থীদের আন্দোলনে বরিশাল জেলা ও মহানগর ছাত্রদলের সংহতি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ন্যায়সঙ্গত দাবি আদায়ে আন্দোলনে নিরীহ শিক্ষার্থীদের উপর গুলিবর্ষণ ও হামলার প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানিয়ে বরিশাল জেলা ও মহানগর ছাত্রদলের প্রতীকী অনশন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টায় বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে এই প্রতীকী অনশন কর্মসূচি পালিত হয়।

প্রতীকী অনশনে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুহুর আলম মিঠুর, সভাপতিত্বে বক্তব্য রাখেন, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক, হুমায়ন কবির, জেলা ছাত্রদলের সহ সভাপতি, কাজী সজল সহ জেলা ও মহানগর ছাত্রদলের নেতৃবৃন্দরা।

এসময়ে শাবিপ্রবি উপাচার্যের পদত্যাগ চাওয়া এবং এ আন্দোলনকে যৌক্তিক দাবি করেন বক্তারা।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্রী হলের শিক্ষার্থীদের কিছু দাবির বিষয়ে সাড়া দিতে কর্তৃপক্ষের কালক্ষেপণ করায় এই আন্দোলনের সূত্রপাত ঘটে। পরে তারা তিন দফা দাবি ও উপাচার্যের পদত্যাগসহ নানা ইস্যুতে আন্দোলন দীর্ঘায়িত করেছে। এদিকে তারা গত ১৯ জানুয়ারি ধরে ক্যাম্পাসে আমরণ অনশন ধর্মঘট পালন করছেন।